মেহেরপুরে নিজ জমিতে সেচ মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত সেই কৃষকের ণাম আব্দাল হক (৫২)।
বুধবার সন্ধ্যার দিকে গোপালনগরের ভাড়াপাড়ার মাঠে এ ঘটনা ঘটে। নিহত আব্দাল হক গাংনী উপজেলার গোপালনগর গ্রামের আফছার উদ্দীনের ছেলে।
নিহতের পারিবারের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, সন্ধ্যার দিকে তিন মাঠে গিয়ে মোটরের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর