ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নুরুল ইসলাম নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। বুধবার দিবাগত রাতে মহেশপুরের পুরন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল যশোর জেলার চৌগাছা উপজেলার গফিনাথপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ জানায়, রাতে মহেশপুর থানার পুলিশ কালীগঞ্জ-জীবননগর সড়কে টহল দিচ্ছিল। এসময় মহেশপুরের পুরন্দরপুর এলাকায় ডাকাতরা রাস্তায় গাছ ফেলে ডাকাতি করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধ চলার কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে নুরুদ্দিন নামের এক ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনলে ডাক্তার মৃত ঘোষণা করে।
পরে ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, ১ রাউন্ড গুলি, ২টি হাতবোমা, ১টি করাত ও ২টি হাসুয়া উদ্ধার করা হয়। নিহতের নামে থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম