ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় নোয়াখালীতে আগামী ১৪ জুলাই ৫ লাখ ২২ হাজার ৯১৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নিজ সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা: বিধান চন্দ্র সেনগুপ্ত জানান, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে ২৩৮১টি অস্থায়ী টিকাদান কেন্দ্র খোলা হবে। এসব অস্থায়ী কেন্দ্রে ৭২৬ জন মাঠকর্মী ও ৪ হাজার ৭৬২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। কেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদেরকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রেস ব্রিফিংয়ে ছিলেন ইউএনবির জেলা প্রতিনিধি মেসবাহ উল হক মিঠু, ইনডিপেনডেন্ট টেলিভিশনের আবু নাছের মঞ্জু, নিউজ ২৪ এর আকবর হোসেন সোহাগ, একুশে টিভির জাহিদুর রহমান শামীম, দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন।
বিডি প্রতিদিন/ফারজানা