দিনাজপুর সদর উপজেলায় ১৩০ পিস ইয়াবাসহ রেজাউল ইসলাম (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
আটক রেজাউল দিনাজপুর শহরের নিউ টাউন এলাকার মৃত রোস্তম আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম