ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রাম থেকে ৪০ ভরি সোনাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার নাম শ্রীকান্ত পাল, বয়স ৪৩ বছর। শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পোড়াহাটি থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ ভরি সোনা জব্দ করা হয়। মামলা দায়ের করে তাকে জেলহাজতে পাঠানো হবে বলেও জানানো হয়েছে।
শ্রীকান্ত মুন্সিগঞ্জের বাসাইল গ্রামের শরচন্দ্র পালের ছেলে।
বিডি প্রতিদিন/ ১৩ জুলাই ২০১৮/ ওয়াসিফ