মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় রুবেল (২০) নামে এক নসিমন চালক ও শাহাবুদ্দিন (৪০) নামে এক পিকআপ মালিক নিহত হয়েছে। এ সময় শাহ আলম নামে ১ জন পিকআপ চালক আহত হয়েছে। আজ ভোররাতে সদর উপজেলার রামনগর ও আলমখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, রবিবার ভোররাতে রামনগর এলাকায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই পিকআপ মালিক শাহবুদ্দিন নিহত হয়। তার বাড়ি ফেনী জেলার তুলাতুলি গ্রামে। এ সময় শাহ আলম নামে পিকআপ চালক আহত হয়। চালকের বাড়ি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।
অন্যদিকে প্রায় একই সময় আলমখালি এলাকায় বিপরিত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক একটি নসিমনকে ধাক্কা দিলে নসিমনের চালক ঘটনাস্থলেই নিহত হয়। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার পাইকপাড়া গ্রামে।
বিডি প্রতিদিন/২২ জুলাই ২০১৮/হিমেল