আজ বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শেষ পাতায় প্রকাশিত 'নাটোরে জমিদার বাড়ির গাছ কাটা নিয়ে কী হচ্ছে' শীর্ষক সংবাদ প্রকাশিত হওয়ার পর জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি সিংড়া পৌর শহরে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।
এদিকে তিনশ' বছরের প্রাচীন ঐতিহ্যবাহী চৌগ্রাম জমিদার বাড়ির শতবর্ষী ১৫ টি গাছ কাটার সাথে জড়িত মীম কন্সট্রাকশনের মালিক ফজলুর রহমান তারেক এবং সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যদিকে গাছ কাটার ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও এখনো জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় হতবাক হয়েছেন সচেতন মহল। স্থানীয় স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।
গত ২১ জুলাই সন্ধ্যায় চৌগ্রাম জমিদারবাড়ীর গাছগুলো কেটে পাচারের সময় ঠিকাদারের লোকজনের কাছ থেকে বিক্ষুদ্ধ এলাকাবাসী গাছগুলো আটক করে।
বিডি প্রতিদিন/২৫ জুলাই ২০১৮/হিমেল