বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত প্রদানের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের আয়োজনে আজ সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র সাইদুল করিম মিন্টু, নবী নেওয়াজ এমপি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদসহ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান। সেই সাথে ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত প্রদানেরও দাবি করেন।
বিডি প্রতিদিন/১ আগস্ট ২০১৮/হিমেল