ফেনীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে আহত ফেনী সরকারী কলেজ ছাত্রলীগ কর্মী ফয়সাল ইফতি (১৮) মৃত্যু হয়েছে। আজ চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইফতি ফেনী সরকারী কলেজের মানবিক প্রথম বর্ষের ছাত্র ও কলেজ ছাত্রলীগ কর্মী। ইফতির বাড়ি কুমিল্লার লাঙ্গলকোট উপজেলায়।
জানাযায় পূর্ব শত্রুতার জেরে গত ২৯ জুলাই কলেজ রোডে তার কয়েক সহযোগী তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইফতির নানার বাড়ি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ডুমুরিয়ায় তার লাশ দাফন করা হবে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদ খান চৌধুরী জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার