কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা পার হওয়ার সময় গাড়ির চাপায় অজিফা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। অজিফা খাতুন চৌদ্দগ্রাম পৌর এলাকার কিং শ্রীপুর গ্রামের মৃত মমতাজ আলীর স্ত্রী। আজ বুধবার মহাসড়কের ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দ্দগ্রাম সরকারি হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবুল হাশেম জানান, দুর্ঘটনায় আহত মহিলাকে হাসপাতালে আনা হলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার এএসআই মো. সিরাজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক গাড়িটির সন্ধান পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার