টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১জুলাই হতে ৩১ জুলাই পর্যন্ত গত একমাসে সর্বমোট ৫ কোটি ৯১লাখ ২৩ হাজার ৯৯০ টাকা মূল্যের ইয়াবা, মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।
এসব মালামাল উদ্ধারের ঘটনায় মোট ১৬৪টি মামলা দায়ের করা হয়েছে।এসব মামলায় ৪৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
টেকনাফ-২বর্ডার গার্ড বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিওপি ও ক্যাম্পসমূহ হতে বিভিন্ন সময়ে টহল পরিচালনার মাধ্যমে এসব মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করা হয়। জুলাই মাসে মোট ১ লাখ ৩৬ হাজার ১৫২পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় ৬৫টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৪৪জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যর মধ্যে আরও আছে ৫৬ হাজার ৭৫০ টাকা মূল্যের ২২৭ ক্যান বিয়ার, ৪ লাখ ২৭ হাজার ৫০০টাকা মূল্যের ২৮৫ বোতল বিদেশী মদ,১২ হাজার টাকা মূল্যের ৪০ লিটার চোলাই মদ, ১০০ টাকা মূল্যমানেরর ৩৫ গ্রাম গাঁজা। মোট ৪ লাখ ৯৬ হাজার ৩৫০ টাকা মূল্যের উদ্ধারকৃত মাদকে ৮টি মামলায় কোন আসামি আটক ও পলাতক নেই।
এছাড়া জুলাই মাসে ১ কোটি ৭৭ লাখ ৮২ হাজার ৪০ টাকা মূল্যের বিভিন্ন চোরাইপণ্য উদ্ধার করা হয়। এসব পণ্য উদ্ধারে মোট ৯১টি মামলায় ২জন আসামি গ্রেফতার করা হয়।কোন আসামি পলাতক নেই।
বিডি-প্রতিদিন/ ই-জাহান