তিন সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম, ভোট জালিয়াতি ও ভোট সন্ত্রাসের প্রতিবাদে এবং বরিশাল-রাজশাহী সিটি কর্পোরেশনে পুনঃনির্বাচনের দাবিতে সমাবেশ করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের হয়ে সিরাজগঞ্জে ইবি রোড ঘুরে দলীয় কার্যালয়ে সমাবেশ করে।
জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গাজি আজিজুর রহমান দুলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন ভুইয়া সাফী, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ।
বিডি প্রতিদিন/ফারজানা