দিনাজপুরের বিরলে এতিমখানার বারান্দা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিরল উপজেলার ধর্ম্মপুর ইউপি’র ধর্ম্মপুর মিরাপাড়া এতিমখানার বারান্দা থেকে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। মৃত ইসরাইল (৮৫) চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানা এলাকার নমপড গ্রামের আইয়ুব আলীর ছেলে।
বিরলের জগৎপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জিয়াউর রহমান জানান, মৃত ইসরাইল (৮৫) দীর্ঘদিন থেকে পাগল হয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো বলে তার আত্মীয় স্বজনরা জানানা। সে গত মঙ্গলবার ঐ এতিমখানার বারান্দায় এসে মৃত্যুবরণ করে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে তার আত্মীয় একই ইউপি’র কামদেবপুর মাষ্টারপাড়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে নজরুল ইসলামের নিকট লাশ হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার