মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতা বিরোধীরা এখনো দেশের ভেতরে ষড়যন্ত্র অব্যহত রেখেছে। বঙ্গবন্ধুর খুনিদের বিচার হলেও হত্যার সাথে ষড়যন্ত্রকারীদের এখনো বিচার হয়নি। এদের সকলকেই সরকার বিচারের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।
তিনি আজ দুপুরে বগুড়া শহরের নিশিন্দারা চারমাথায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ ৬ উপজেলায় কমপ্লেক্স উদ্বোধন ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকার কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান শীঘ্রই শুরু হচ্ছে। এ জন্য নীতিমালা তৈরী করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের জন্য দেশের প্রত্যেক জেলা ও উপজেলা পর্যায়ে ২ কোটি টাকা ব্যায়ে কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। তিনি মুক্তিযোদ্ধাসহ দেশের মানুষের সার্বিক কল্যাণে পুনরায় নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার আহবান জানান।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, অতি: পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, গণপূর্ত অধিদপ্তর বগুড়ার নির্বাহি প্রকৌশলী বাকীবিল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শাজাহানপুর, সোনাতলা, নন্দীগ্রাম, দুপচাঁচিয়া, শেরপুর ও ধুনট উপজেলা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার