সিরাজগঞ্জের তাড়াশে ছোট ভাইয়ের আঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম আরমান, বয়স ১৬ বছর। বুধবার রাতে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের চৌড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে তাড়াশ থানা সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বাবলু শেখের দুই ছেলে আরমান ও স্বপন নিজেদের ক্ষেতে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করছিল। এক পর্যায়ে ছোট ভাই স্বপন আরমানকে ধাক্কা দিলে সে পড়ে যায়। এতে আরমান আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে মরদেহ সদর হাসপাতালে পাঠানো হবে বলেও জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ৯ আগস্ট ২০১৮/ ওয়াসিফ