লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া বাজার এলাকায় ট্রলির চাপায় সাফিয়া খাতুন (৩২) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহত সাফিয়া খাতুন ২নং হামছাদি ইউনিয়নের মিঝি বাড়ীর আবুল হাশেমের স্ত্রী। সে রাখালিয়ায় বেঙ্গল স্যু ফ্যাক্টরীতে শ্রমিকের কাজ করত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে কর্মস্থল বেঙ্গল স্যু ফ্যাক্টরিতে যাওয়ার পথে রাখালিয়া বাজার এলাকায় দ্রুতগামী একটি ট্রলি পেছনদিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ লাশটি উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠান। ট্রলি এবং ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
রায়পুর থানার অফিসার ইনচার্জ একেএম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওই নারী শ্রমিকের নিহতের বিচারের দাবিতে স্বজনরা রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে প্রতিবাদ করায় সাময়িক যান চলাচল বন্ধ রয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান