দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা এবং দুইজনকে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুড়িয়ে এক যুবককে হত্যা করেছে।
বৃহস্পতিবার ভোরের দিকে বীরগঞ্জ উপজেলার পৌরসভার শালবাগান ও হাটখোলা মোড়ে এই ঘটনা ঘটে।
নিহতরা হল বীরগঞ্জ পৌরসভার জেলখানা মোড় এলাকার আবুল কাশেমের ছেলে নৈশপ্রহরী সুরুজ আলী (৪০) ও একই এলাকার তারা মিয়ার ছেলে রবিউল ইসলাম (৩২)।
আহত আরেক নৈশপ্রহরী বীরগঞ্জ হাটখোলা এলাকার শহীদ (৩৮) ও তার তিন বছরের ছেলে একরামুল। গুরুতর আহত শহীদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও একরামুলকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বীরগঞ্জ পৌরসভার শালবাগান মোড়ে নৈশপ্রহরী সুরুজ আলীকে কতিপয় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এরপরই বীরগঞ্জ হাটখোলা মোড়ে অপর আরেক নৈশপ্রহরী শহীদকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এসময় শহীদ এর তিন বছরের ছেলে একরামুলও আহত হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বিক্ষুব্ধ জনতা জেলখানা মোড় এলাকায় রবিউল ইসলামকে খুঁজতে থাকেন। সকাল ৮টায় রবিউলকে কাহারোলের ১৩ মাইল গড়েয়া নামক স্থানে পেয়ে বিক্ষুব্ধ জনতা তাকে ধরে নিয়ে বীরগঞ্জ শালবাগান মোড়ে এনে গণপিটুনি দেয়। এক পর্যায়ের তাকে আগুনে পুড়িয়ে হত্যা করে।
উভয় ঘটনার পর এলাকায় উত্তেজনার ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে উঠেন। ভোর সাড়ে ৫টা থেকে তারা দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। এতে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সকাল ১০টা থেকে যান চলাচল শুরু হয়।
বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভীন জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুপার হামিদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।
বিডি-প্রতিদিন/০৯ আগস্ট, ২০১৮/মাহবুব