কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মো. রিপন(২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রিপন উপজেলার আলকরা ইউনিয়নের আলকরা গ্রামের দক্ষিণ পাড়ার সামছুল হকের ছেলে।
বৃহস্পতিবার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
স্থানীয়রা জানান, রিপন রাজ মিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করে। বুধবার সন্ধ্যায় আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরায় কর্মস্থল থেকে ফেরার পথে একদল দুর্বৃত্ত রিপনেক জোরপূর্বক গাড়ি তুলে নিয়ে যায়। দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে লাটিমী এলাকায় ফেলে দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার শেষে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় রিপনকে ঢাকায় প্রেরণ করে। পরিবারের লোকজন রিপনকে ঢাকায় নেয়ার পথে রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। রিপনের সাথে তার মামাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল বলে স্থানীয়রা অভিযোগ করেন।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল জানান, রিপনের সাথে তার মামাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল বলে জানা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। অপরাধী শনাক্তে পুলিশ কাজ করছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান