স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা ছিল আর্ন্তজাতিক ষড়যন্ত্রের একটি অংশ। বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখে দেয়াই ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে একটি কুচক্রি মহল কাজ করছে। এ মহলটির বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের বদরপুরস্থ আফসানা মঞ্জিলে জেলা যুবলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। এ নির্বাচনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে জেতাতে সবাইকে নিয়ে মাঠে থাকতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ফরিদপুর জেলা অবহেলিত ছিল। সেই অবহেলিত ফরিদপুর জেলাকে উন্নত জেলায় রুপান্তরিত করা হয়েছে গত কয়েক বছরের উন্নয়ন দিয়ে। উন্নয়নের দিক দিয়ে ফরিদপুর জেলা সারাদেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। আগামীতে উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে হলে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
জাতীয় শোক দিবসের আলোচনা ও তৃণমূল নেতাদের সাথে মতবিনিময়ের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহবায়ক এ এইচ এম ফোয়াদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক মোল্যা, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক বরকত ইবনে সালাম,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, কোতয়ালী যুবলীগের সভাপতি মিজানুর রহমান,সাধারন সম্পাদক এম আর হক, শহর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী মোঃ হাসান, ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ই-জাহান