সহপাঠীদের ছুরিকাঘাতে নিহত কলেজ ছাত্র ইফতির চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ‘ইফতি হত্যা’ দিবস পালন করেছে নেত্রকোনা সরকারী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার কলেজ অধ্যক্ষ এ কে আজাদ ইফতির স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করে ঘাতকদের বিচার দাবি করেন। এসময় আর কোন ছাত্রকে যেন এভাবে কলেজের প্রথম দিনেই জীবন দিতে না হয় সেজন্য অভিভাবকদের প্রতি সন্তানদের দিকে দৃষ্টি রাখতে আহ্বান জানান। পরে একে একে ছাত্রলীগের জেলা শাখার সম্পাদক দেওয়ান জনিসহ সকল পর্যায়ের শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
পরে ইফতি হত্যাকারীদের বিচারের দাবিতে সরকারী কলেজ ছাত্র সংসদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। এ সময় বক্তারা বলেন, চার বছর পার হয়ে গেলেও তরতাজা ছেলেটার দিনে দুপুরে ছুরিকাঘাত করে হত্যার বিচার হচ্ছে না। ঘাতক প্রভাবশালী হলেই বিচারকার্য থমকে দাঁড়ায়। এভাবে বিচারহীনতায় দেশে অপরাধ বেড়েই চলছে। অবিলম্বে ঘাতকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, ২০১৪ সালে এই দিনে কলেজ চত্বরে এইচএসসি ক্লাসের প্রথমদিনে সহপাঠিদের ছুরিকাঘাতে নিহত হন একাদশ শ্রেণির ছাত্র মির্জা আজিজ আমান ইফতি। ওইদিন রাতেই ইফতির বাবা মীর্জা আাজিজুর রহমান হাবলু বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হচ্ছে আকাশ, টিপু, অমি, আসলাম, জিহাদ ও রিয়াদ।
বিডি প্রতিদিন/ফারজানা