ফেনী সদর উপজেলার শর্শদিতে সন্ত্রাসীদের নির্মম হামলায় শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন সাইদুর হক রিপন নামে এক যুবদল নেতা। সে শর্শদি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। নিহত রিপন সামছুল হকের ছেলে।
সূত্রে জানা যায়, বুধবার তিনি কাজ শেষে আলকরা থেকে বাড়ি ফেরার পথে মোহাম্মদ আলী বাজারে পৌঁছে। সেখান থেকে সন্ত্রাসীরা তাকে গাড়ি করে অজ্ঞাতস্থানে তুলে নিয়ে যায়। সন্ত্রাসীরা তাকে পিটিয়ে, কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবণতি হলে রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার