কিশোরগঞ্জে পপি এলনা প্রকল্পের দিনব্যাপী সমন্বয় সভা আজ পপি পার্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপি এলনা প্রকল্পের কারিগরি সমন্বয়কারী মো. ইমদাদুল হক।
চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. মুছার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওয়েপ'র নির্বাহী পরিচালক মিজানুর রহমান রিপন, আর্প এর পরিচালক জাহাঙ্গীর ফকির, র্যাক'র নির্বাহী পরিচালক ইবাদুর রহমান বাদল, আপো'র নির্বাহী পরিচালক এমদাদুল হক সবুজ, এআরডি এর নির্বাহী পরিচালক কামরুল হাসান, সবার জন্য স্বাস্থ্য এর নির্বাহী পরিচালক মোবারক হোসেন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন প্রমুখ লীড অ্যাক্টর ও লানা (লোকাল এন্ড ন্যাশনাল) প্রতিনিধিগণ।
সভাটি সঞ্চালনা ও প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন পপি এলনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শেখ কামরুল হোসেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার