নাটোরের শীর্ষ মাদক ব্যবসায়ী রহমত আলীর শেষ রক্ষা হলো না। দেশব্যাপী মাদক বিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে নাটোরের যে কয়জন তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী পলাতক জীবন বেছে নিয়েছেন তাদের একজন মাদক সম্রাট রহমত আলী।
র্দীঘদিন পালিয়ে থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার ছাতনী পূর্ব পাড়া গ্রামে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ র্যাব সদস্যরা তাকে আটক করে। সে শহরতলীর বনবেল ঘড়িয়া এলাকার মৃত নবীউল্লাহ মিয়ার ছেলে।
এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।
বিডি প্রতিদিন/এ মজুমদার