আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। তিনি বলেন, স্কুল-কলেজের ছেলে মেয়েরা সামাজিক আন্দোলন করে আমাদের বিবেককে নাড়া দিয়েছে। প্রধানমন্ত্রী স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সকল দাবি মেনে নিয়ে নতুন ও কঠোর আইন করেছেন।
তিনি আজ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে জলছত্র কর্পোষ্ট খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় মাঠে আদিবাসী ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, একটি কুচক্রীমহল বারবার ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বিএনপি-জামায়ত ছাত্র-ছাত্রীদের যৌক্তিক আন্দোলনের মাঝে ঢুকে সরকার পতনের আন্দোলন শুরু করেছিল। সেটি সফল হয়নি।
জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, অ্যাডভোকেট ইয়াকুব আলী, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি অজয় এমৃ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার