বগুড়া শহর এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ও ম্যাগজিনসহ আশিক (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক শহরের নিশিন্দারা মধ্যপাড়ার নিলু শেখের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দু’টি পিস্তল ও দু’টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় নিলু শেখের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তার ছেলে আশিককে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর