ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। শনিবার (১১ আগস্ট) সকাল ৭টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে স্থানীয়রা জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে যাত্রী নিয়ে একটি বাস জেলার আখাউড়া উপজেলার খড়মপুর এলাকার কল্লা শাহ মাজারের দিকে যাচ্ছিল। পথে রামরাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে বাসের ৩৫ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জেলা সদর হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. জিয়াউল হক।
বিডি প্রতিদিন/১১ আগষ্ট ২০১৮/হিমেল