রাজশাহীর বাঘায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই চাচাতো ভাইয়ের সংঘর্ষে একজন নিহত ও অপরজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গৌরাঙ্গপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জমি সংক্রান্ত বিষয় নিয়ে মিস্টার আহম্মেদের মা-বোনের সঙ্গে শামীমের বড় ভাই নজুর ঝগড়া হয়। এ সময় মিস্টার ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে শামীমকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় পাল্টা আক্রমণ করে মিস্টারকেও কুপিয়ে জখম করে শামীম ও তার ভাইয়েরা। পরে আহত দুজনকেই প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাদের অবস্থা বেগতিক দেখে তাৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু পথেই মিস্টার মারা যান।
বাঘা থানা পুলিশের ওসি (তদন্ত) হীরেন্দ্রনাথ বলেন, এ ঘটনায় একজনের মৃত্যুর সংবাদ জানতে পেরেছি।
বিডি প্রতিদিন/১১ আগষ্ট ২০১৮/হিমেল