পদ্মায় প্রচণ্ড স্রোত ও ফেরি সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বাড়ছে যাত্রীদের ভোগান্তি। যাত্রীবাহী বাস-ব্যক্তিগত ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় বিপাকে পড়েছেন পণ্যবাহী ট্রাকচালক ও শ্রমিকেরা।
শনিবার সকাল পৌনে ১০টা পর্যন্ত মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক অপেক্ষামান রয়েছে।
এ বিষয়ে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট বড় মিলে ১৭টি ফেরি রয়েছে। এরমধ্যে দু'টি ফেরি বিকল হয়ে মেরামত কারখানায় রয়েছে। বাকী ফেরিগুলো দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার চলমান রয়েছে।
নদীতে প্রচণ্ড স্রোত থাকার কারণে ফেরি চলাচলে আগের চেয়ে বেশি সময় লাগছে। যে কারণে অপেক্ষামান যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেড়ে চলছে। সর্বশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অপেক্ষামান যাত্রীবাহী বাস না থাকলেও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক অপেক্ষামান রয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন