নেত্রকোনা পৌর শহরের মেইন সড়কের আনন্দ বাজার এলাকার কাছে শনিবার বেলা ১২টার দিকে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম জসিম (১৮)। সে আটপাড়া উপজেলোর তেলিগাতী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
পুলিশের তদন্ত কর্মকর্তা এস আই ত্রীদিপ জানান, জসিম একটি মোটরসাইকেল শোরুমের কর্মচারী ছিলেন। বেলা ১২ টার দিকে শো-রুমের একটি মোটরবাইক নিয়ে পারলা বাসষ্ট্যান্ড এলাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে শহরের মাইক্রোষ্ট্যান্ড এর এখানে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করে। মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/ ১১ আগস্ট ২০১৮/ ওয়াসিফ