নেত্রকোনার বারহাট্টায় বজ্রপাতে নুরে আলম (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নুরে আলম উপজেলা আসমা ইউনিয়নের ওজানগাঁও গ্রামের গুলু মিয়ার ছেলে।
বারহাট্টা থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ জানান, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির সন্নিকটে সিঙ্গুয়ার বিলে মাছ ধরতে বেরিয়েছিলেন নুরে আলম। মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে নিহতের বাড়িতে পাঠিয়ে দেয়।
বিডি প্রতিদিন/১১ আগষ্ট ২০১৮/হিমেল