গাজীপুরে গার্মেন্ট শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে একজন নিহত ও অপর ২৫ জন আহত হয়েছে। শনিবার ঢাকা-বাইপাস সড়কের গাজীপুর মহানগরীর পূবাইলের নারায়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ওয়াসিম মিয়ার বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ৩০-৩৫ জন শ্রমিক নিয়ে বাসটি টঙ্গীর বনমালা এলাকা থেকে পূর্বাচলের দিকে যাচ্ছিল। মীরের বাজার এলাকায় পৌঁছালে সড়কের একটি গর্তে পড়ে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওয়াসিম (৩২) নিহত ও অন্তত ২৫ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল, টঙ্গী ক্যাথেলিস হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত শ্রমিক আনিসুর রহমান ও শাকিল মিয়া জানান, তাদের বহনকারী বাসটি অনেক পুরনো ও ভাঙ্গা ছিল। ওই স্থানে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পাশের খাদে পড়ে যায় বাসটি।
জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক শফিকুল আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১১ আগস্ট ২০১৮/ ওয়াসিফ