নোয়াখালীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর সড়কে কড়াকড়ি চলছে। যার কারণে বিআরটিএ অফিসে সেবা গ্রহীতাদের ভিড় আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে। রাতেও সেবা নিতে দেখা গেছে সেখানে।
এদিকে নোয়াখালীতে ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে গত ছয়দিনে ৮৫৭টি মামলা দায়ের করা হয়েছে। জেলার বিভিন্ন সড়কে তল্লাশি চৌকি বসিয়ে বৈধ কাগজপত্র না থাকায় বাস, ট্রাক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে এসব মামলা করা হয়। এ সময় জব্দ করা হয় শতাধিক যানবাহন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সৈকত শাহীন জানান, জেলার বিভিন্ন স্থানে প্রতিদিন পুলিশের ২২টি তল্লাশি চৌকিতে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। এ সময় মামলা ও জরিমানার পাশাপাশি মানুষকে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।
এদিকে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সড়কে কড়াকড়ির কারণে বিআরটিএ অফিসে প্রতিদিনই সেবাগহীতাদের ভিড় বেড়ে চলছে। বাড়তি ভিড় সামাল দিতে সকাল থেকে রাত নয়টা পর্যন্ত খোলা রাখা হয়েছে অফিস। রাতে অফিস খোলা থাকায় চাকরিজীবীরা দিনে নিজেদের অফিসের কাজ করার পর রাতে বিআরটিএ অফিসের কাজও সেরে নিতে পারছেন।
বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী আতিকুর রহমান জানান, আগে যেখানে প্রতিদিন তারা ২০ থেকে ২৫ জন সেবা নিতে আসতেন, এখন প্রতিদিন আড়াইশ' থেকে তিনশ' জন সেবা নিচ্ছেন। তিনি বলেন,‘মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যানবাহনের কাগজপত্র করাচ্ছে, তাই বাড়তি সময় অফিসে কাজ করলেও তাদের আনন্দ লাগছে।
বিডি প্রতিদিন/১১ আগষ্ট ২০১৮/হিমেল