মাদারীপুরের চরমুগরিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন কবিরাজ (৩২) নামে এক অটোবাইক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার রাস্তি ইউনিয়নের চরপুটিয়া এলাকার খবির কবিরাজের ছেলে।
শুক্রবার দিবাগত রাতে বেল্লাল ফকির এর মালিকানাধীন বেল্লাল অটোবাইক সার্ভিসিং সেন্টারের অটোরিক্সা চার্জ দেয়া অবস্থায় দোকানে ভিতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকে। এরপর অন্য অটোবাইক শ্রমিক দোকানে অটো চার্জ দিতে আসলে দোকানে ভিতর নিজের অটোবাইকে মধ্যে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দিলে তারা এসে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মার গেছে।
বিডি-প্রতিদিন/ই-জাহান