দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে জানিয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। মহাকাশেও উড়ছে দেশ। বিদ্যুৎ, স্বাস্থ্য, রাস্তা-ঘাট, শিক্ষা, ক্রীড়াঙ্গনের প্রতিটি উন্নয়ন সাধিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চালু করার। প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন সেটা দ্রুত বাস্তবায়ন করেন।
শনিবার দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের মালিগ্রাম এফআরবি হইতে মহসনি পাড়া চেয়ারম্যান হাউস পর্যন্ত ও গোয়ালহাট (হাইওয়ে) হতে উথরাইলন নিমপুকুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইকবালুর রহিম বলেন, নৌকা এ দেশের উন্নয়নের প্রতীক। আর এ উন্নয়ন ও অগ্রগতিকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরুজুল ইসলাম ফিরোজ, সদর উপজেলা ইঞ্জিনিয়ার ফারুক হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, পৌরসভার কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, শহর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহ মো. রেজওয়ান উর রহমান পলাশ, দিনাজপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম