নাটোরের লালপুর উপজেলার গৌরীপুরে নিজ বাসভবনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক, সাবেক যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ও বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা আলহাজ্ব ফজলুর রহমান পটলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার গৌরীপুরে তাঁর কবরে পুষ্পমাল্য অর্পণ, কোরআনখানি, দোয়া মাহাফিল ও কাঙ্গালি ভোজসহ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লালপুর উপজেলা বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সভাপতি মেয়র মোশাররফ হোসেন, সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের সহধর্মিণী থানা বিএনপির নেত্রী অধ্যক্ষ কামরুন নাহার শিরিন, জ্যেষ্ঠ পুত্র ও ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক ভিপি ডা. ইয়াছির আরশাদ রাজনসহ বিএনপি ও দলের সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল গত ২০১৬ সালের ১১ আগষ্ট বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ভারতের কলকাতার রবীন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার