নাটোরে অটোরিকশাচাপায় আহত এক বৃদ্ধকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শনিবার রাত ৯টার দিকে মারা গেছেন। কাউছার আলী নামে ওই বৃদ্ধ সদর উপজেলার বনবেলঘড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে শহরের বনবেলঘড়িয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, বৃদ্ধ কাউছার আলী নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া এলাকায় রাস্তা পার হতে গেলে একটি অটোরিকশা তাকে চাপা দেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার