বাগেরহাটের মোরেলগঞ্জে বৃদ্ধ পিতাকে জবাই করে হত্যার ঘটনায় ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত ইউনুছ আলী হাওলাদেরর(৭০) ছোট ছেলে চান মিয়া বাদি হয়ে শনিবার রাতে থানায় মামলাটি করেছেন।
মামলার প্রধান আসামি ইউনুছ আলীর ঘাতক ছেলে লাল মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। এই মামলার তদন্দকারি কর্মকর্তা এসআই আসাদুজ্জামান মিন্টু বলেন, লাল মিয়া তার বাবাকে হত্যা ঘটনা স্বীকার করেছে এবং হত্যাকান্ডে ব্যবহৃত ধারাল দাওটি রক্তমাখা অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। এ মামলার অপর আসামিরা হচ্ছেন, লালমিয়ার স্ত্রী বিউটি বেগম, ছেলে পারভেজ, পারভেজের স্ত্রী সোনিয়া বেগম ও লাল মিয়ার শ্যালক পলাশ শিকদার।
জানা গেছে, পরকীয়া প্রেমে জড়িয়ে লাল মিয়া (৪৫) ৬ মাস পূর্বে দ্বিতীয় বিয়ে করে। এই বিয়েকে কেন্দ্র করে লাল মিয়ার স্ত্রী, সন্তান ও শ্যালক চড়াও হন লাল মিয়ার ওপর। পরিস্থিতি সামাল দিতে লাল মিয়া তার বাবাকে জবাই করে স্ত্রী, সন্তান ও শ্যালকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে ফেসে যায়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর