চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের দক্ষিণ চাপিলা গ্রামে ডাকাত দলের সদস্যরা হাত-পা বেঁধে শ্বাসরোধ করে সালেহা বেগম (৬০) নামে বৃদ্ধাকে হত্যা করেছেন। রবিবার (১২ আগস্ট) ভোর ৪টার দিকে ওই গ্রামের হাজী নেছার গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতরা ওই ঘরে থাকা স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
সালেহা ওই বাড়ির মাওলানা ফয়েজ উল্লাহ গাজীর স্ত্রী। তার চার ছেলে এবং তিন মেয়ে রয়েছে।
জানা যায়, রাতে সালেহা বেগম প্রকৃতি ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হন। আগে থেকে ওত পেতে থাকা পাঁচ-ছয়জন ডাকাত সদস্য তার হাত-পা বেঁধে শ্বাসরোধ করে রাখে। এসময় অজ্ঞান অবস্থায় তাকে ঘরের ভেতরে নিয়ে আসে তারা। এ অবস্থায় ডাকাতরা মানজুরের স্ত্রী তাহমিনারও হাত-পা বেঁধে স্টিলের আলমিরার চাবি নিয়ে স্বর্ণলাংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় পল্লি চিকিৎসক সাখাওয়াতকে আনা হলে তিনি সালেহা বেগমকে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মিয়াজী।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্যাহ ওলি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত সালেহা বেগমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
বিডি প্রতিদিন/১২ আগষ্ট ২০১৮/হিমেল