কক্সবাজারের টেকনাফে দমদমিয়া চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে প্রায় ৫ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যববসায়ীকে আটক করেছে বিজিবি।
রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে দমদমিয়া চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন কুষ্টিয়া দৌলতপুর ফিলিপ নগর এলাকার জুব্বর রহমানের ছেলে মো. আশরাফুল(৩৫), একই এলাকার মৃত নুরা সর্দারের ছেলে মো. জাপান (৩৫), রুস্তম সর্দারের ছেলে মো. আসাদুদ জামান (২৪), নওগাঁ পত্নীতলা হরিরামপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে মো. শহিদুল ইসলাম (২২)।
২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবার বিকালে দমদমিয়া সীমান্ত চৌকির হাবিলদার মো. ফরহাদ এর নেতৃত্বে একটি টহলদল টেকনাফ হতে কক্সবাজারগামী একটি স্পেশাল সার্ভিস বাস তল্লাশি চালিয়ে যাত্রীদের পায়ের জুতার ভেতরে অভিনব পদ্ধতিতে রাখা ৪ হাজার ৯৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যসায়ীকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১২ আগস্ট, ২০১৮/আরিফ/মাহবুব