জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির আদেশ কার্যকর করার দাবিতে মোরেলগঞ্জে শোকর্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় বঙ্গবন্ধু যুব সেন্টার এ কর্মসূচির আয়োজন করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মরকলিপি প্রদান করে সংগঠনটি। যুব সেন্টারের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এম.আর জামিল হোসাইন এসব কর্মসূচির নেতৃত্ব দেন।
আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন তালুকদার, যুবলীগ আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াছ হোসেন দুলাল, যুব সেন্টার নেতা বাদশা মীর, আতিয়ার রহমান টুকু, মোকছেদুল ইসলাম নাদিম প্রমুখ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার