গাজীপুরে মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন এবং অপরজনের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক ওই রায় প্রদান করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মো: ফারুক আলম (৩৮) গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। রায়ে একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাস সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপর আসামী একই উপজেলা সদরের শ্রী শ্যামাপদ চৌহানের ছেলে শ্রী দুলাল চৌহানকে (৫০) তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের সশ্রম করাদণ্ড প্রাদান করা হয়েছে। রায় ঘোষণার সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
গাজীপুরের আদালতের পুলিশ পরিদর্শক মো: রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর সদস্যরা ২০০৮ সালের ২১ মার্চ রাতে অভিযান চালিয়ে শ্রীপুরের লোহাগাছিয়া এলাকা থেকে ফারুক আলমকে ৭৩ বোতল এবং দুলাল চৌহানকে ৩ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়। শ্রীপুর থানা পুলিশ তদন্ত শেষে ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। স্বাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে সোমবার দুপুরে আদালতের বিচারক ওই দণ্ড ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে পিপি মো. হারিছউদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষে অ্যাডভোকেট মো: আবুল হাশেম মামলাটি পরিচালনা করেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান