চাঁপাইনবাবগঞ্জের শিবঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হল, শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি পানামাপোর্ট লিংক গ্রামের শাকিব আলীর ছেলে শহিদুল ইসলাম (২২) ও এজাবুল হকের ছেলে জান্নাতুল (২১)।
আজ মঙ্গলবার ভোররাত আড়াইটার দিকে র্যাব-৫, রাজশাহী’র সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুর বতকপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় শহিদুল ও জান্নাতুলকে দুটি শ্যুটার গান, দুই রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল, এশটি টর্চ লাইট ও এশটি মোবাইল ফোনসহ আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার