কুমিল্লায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাবা-ছেলে নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২ জন যাত্রী। মঙ্গলবার ভোরে কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কের কুমিল্লা সদর উপজেলার পালপাড়া এলাকার মহেষপুর এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঢাকা দক্ষিণ খান এলাকার মৃত আফতাজ উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৩৮) এবং তার চার বছর বয়সি ছেলে ওয়াসি ইসলাম নাবিল। ঢাকার আশকোনা বাজারের কাপড় ব্যবসায়ী আমিনুল ইসলাম মঙ্গলবার ছেলে-মেয়ে এবং স্ত্রীকে নিয়ে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় সিদলাই গ্রামে শ্বশুর বাড়ি থেকে ঢাকা ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
কুমিল্লা কোতয়ালী থানার ওসি আবু ছালাম মিয়া জানান, ভোরে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লার পথে দ্রæত গতিতে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গাছের সাথে ধাক্কা খায়। এসময় সিএনজি চালিত অটোরিকশায় থাকা ৪ যাত্রীই আহত হয়। উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক আমিনুল ইসলাম ও তার ছেলে ওয়াসিকে মৃত ঘোষণা করে। আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন আমিনুল ইসলামের স্ত্রী ইয়াসমিন (৩২) ও কন্যা আফসানা (১২)। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনার পর সিএনজি চালিত অটোরিকশার চালক পালিয়ে গেছে। গাড়ি পুলিশের হেফাজতে রয়েছে।
বিডি-প্রতিদিন/ই-জাহান