চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণ শহর এলাকা থেকে জেএমবির ৪ সদস্যকে আটক করেছে র্যাব-৫ রাজশাহীর একটি বিশেষ দল। সোমবার রাতে সদর উপজেলার দক্ষিণ শহর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তুল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ৪০০ গ্রাম গান পাউডার, জিহাদি বইসহ বোমা তৈরির সার্কিটসহ বিভিন্ন সরঞ্জার উদ্ধার করা হয়।
আটককৃতরা হল, জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ফেরীঘাট এলাকার সাইফুদ্দিন মন্ডলের ছেলে আকতারুল ইসলাম (৪৬), শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শংকর মাইদা ত্রি-মোহনী গ্রামের রুস্তুম আলীর ছেলে আব্দুল কাদের, কানসাট শিবনগর গ্রামের আতারুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (৩০) ও কানসাট বালুচর গ্রামের কুবেদ আলীর ছেলে আব্দুর রহমান।
র্যাব জানায়, আটককৃত আকতারুল ২০১০ সালে জেএমবি’র সাথে জড়িত হয় এবং সে বর্তমানে গোপনে ইয়ানতের টাকা আদায়, দাওয়াতি কার্যক্রম ও সদস্য সংগ্রহের মাধ্যমে জেএমবির নিয়মিত কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়া আব্দুল কাদের ২০১২ সালে জেমমবি’র সাথে যুক্ত হয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিল।
অন্যদিকে আমিনুল ইসলাম ২০১২সালে এবং আব্দুর রহমান ২০১৩ সালে জেএমবি’র সাথে যুক্ত হয়ে আজ অবধি গোপনে ইয়ানতের টাকা আদায় ও সদস্য সংগ্রহের মাধ্যমে জেএমবির নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার