গাজীপুরের টঙ্গীতে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক (৪০) মারা গেছেন। নিহত ওই যুবক মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র্যাব। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে নিহত ওই যুবকের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি র্যাব।
র্যাব-১ এর উপ-অধিনায়ক ইশতিয়াক আহমেদ জানান, সোমবার রাতে টঙ্গীর প্রত্যাশা মাঠ এলাকায় ৫-৬ জন যুবক সন্ত্রাসী কার্যক্রমে অংশ নিতে একত্রিত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন যুবকরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। র্যাব সদস্যরা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে জব্দকৃত আলামতসহ মরদেহ টঙ্গী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা