মানিকগঞ্জে শিবালয় উপজেলার যমুনা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে দুইজন বৃদ্ধ ও একটি শিশু রয়েছেন বলে জানা গেছে।
ট্রলারের যাত্রী ও পুলিশ জানায়, আজ সকাল ৯টার দিকে পাবনার কাজীর হাট থেকে শতাধিক যাত্রী নিয়ে আরিচা আসার পথে আলোকদিয়া চর এলাকায় একটি কার্গোর সাথে ধাক্কা লাগলে ট্রলারটি ডুবে যায়। যাত্রীদের উদ্ধার করা হলেও এখন পর্যন্ত ২ শিশু ও ১ জন পুরুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
বিডি প্রতিদিন/ ২৮ আগস্ট ২০১৮/ ওয়াসিফ