খাগড়াছড়ির গুইমারায় বাসের সাথে এক মোটরসাইকেল আরোহীর সংঘর্ষে আল আমিন নামে একজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারার বুদ্ধংপাড়ায় এঘটনা ঘটে। নিহত আল আমিন একটি কোম্পানির বিপনন কর্মী। সে পটুয়াখালীর দক্ষিণ দিঘাই গ্রামের কেরামত আলীর ছেলে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গিয়াস উদ্দিন জানান, ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বাস আটক করা হলেও ঘাতক চালক পালিয়ে গেছে। খাগড়াছড়ি সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার