নাশকতার পরিকল্পনা করার বৈঠকের অভিযোগে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর গ্রাম থেকে সাতজন নারী কর্মীসহ নয় জন জামায়াতের কর্মীকে আটক করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে আজ মঙ্গলবার ওই গ্রামের জামায়াত নেতা মাওলানা মকবুল আহমদের বাড়ি থেকে মকবুল আহমদসহ তাদেরকে আটক করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মামুনুর রশীদ জানান, উল্লেখিত জামায়াত নেতা কর্মীরা ওই স্থানে গোপনে নাশকতার পরিকল্পনা করছিল। এদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার