নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের কেন্দুরবাগ এলাকায় মৎস্য খামারের মাছ চুরির অভিযোগে বৃহস্পতিবার সকালে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মো. সোহাগ (৩০) আমানতপুর গ্রামের সলিম উল্যার ছেলে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম জানান, সোহাগ তাদের বাড়ির পাশে চাচার দুটি মৎস্য খামার দেখাশুনা করতেন। তাদের খামারের পাশে জিরতলী ইউনিয়নের মজুমদারহাট এলাকার কালাম নামে এক ব্যক্তির আরো একটি মৎস্য খামার রয়েছে।
বুধবার রাতে কালাম তার খামারের মাছ চুরির জন্য সোহাগকে অভিযুক্ত করলে এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর বৃহস্পতিবার সকালে কালামের খামারের কর্মচারী রুবেলসহ আরো কয়েকজন সোহাগকে তার বাড়ির সামনে কুপিয়ে জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/১৩ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব