সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্দিদাসগাঁতী এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক মানসিক প্রতিবন্ধীর (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সৈয়দ আকবর আলী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, সকালে স্কুলের নাইটগার্ড ওই মানসিক প্রতিবন্ধীর মরদেহ দেখতে থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে। তবে তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১৩ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব